টিকটকের বৈশ্বিক নিরাপত্তা প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রোঁলা ক্লতিয়েঁ। সামাজিক মাধ্যমটির সাইবার নিরাপত্তা তদারকি করা ক্লতিয়েঁ নিজ পদ ছাড়লেও প্রতিষ্ঠানটির সঙ্গেই থাকবেন তিনি।
ক্লতিয়েঁর থাকার কথা নিজস্ব ওয়েবসাইটের এক মেমোতে টিকটক প্রকাশ করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ক্লতিয়েঁ বলেছেন, সম্প্রতি বাইটড্যান্স মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপটির নিরাপত্তা দলে বদল আনা এবং ব্যক্তিগত ডেটার ব্যবহার নিয়ে মার্কিন নিয়ন্ত্রকদের করা তদন্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ক্লতিয়েঁ বলেছেন, যুক্তরাষ্ট্রে আমাদের ডেটা ব্যবস্থাপনায় পরিবর্তন সম্পর্কিত সাম্প্রতিক ঘোষণার সঙ্গে আমারও গ্লোবাল চিফ সিকিউরিটি অফিসার-এর ভূমিকা থেকে সরে আসার সময় এসেছে। কৌশলগত উপদেষ্টা ভুমিকায় নিরাপত্তা ও ট্রাস্ট প্রোগ্রামে ব্যবসায়িক প্রভাবের বিষয়ে নজর দিয়ে শৌ (সিইও), ডিংকুন (বাইটড্যান্স ভিপি) এবং অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে সরাসরি কাজ করতে হবে।’ সাইবার নিরাপত্তা সমস্যার পাশাপাশি ডেটা নিরাপত্তা সমস্যার কথা বিবেচনা করে দুই বছর আগে ক্লতিয়েঁকে নিয়োগ দিয়েছিল টিকটক।
মাধ্যমটি চীনা মালিকানাধীন হওয়ায় তখন এসব সমস্যা ‘নতুন’ ছিল তাদের কাছে। টিকটক এখন তাদের বৈশ্বিক নিরাপত্তা দলে রদবদল করছে এবং চীন বিষয়ক নিরাপত্তা সমস্যাগুলো আরও স্থানীয় পর্যায়ের দলের কাছে নিয়ে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।