মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ চালিত গাড়ি প্রস্তুতকারী সংস্থা ট্রিটন এবার ভারতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ভারতের বাজারে প্রাথমিকভাবে ইলেকট্রিক দু-চাকা ও চার-চাকার গাড়ি লঞ্চ করবে সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, ভারতেই তাদের এই ইলেকট্রিক বাইক এবং তিন চাকার গাড়িগুলো প্রস্তুত করবে। যদিও কবে নাগাদ গাড়িগুলো লঞ্চ করবে ট্রিটন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এদিকে চলতি বছরের মার্চ মাসেই টেসলার এই প্রতিযোগী সংস্থাটি ঘোষণা করেছিল, গুজরাটেরর ভুজে তাদের কারখানা নির্মাণের জন্য জায়গা বাছাই করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) ট্রিটন ইলেকট্রিক ভেহিকলের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা হিমাংশু প্যাটেল বলেন, ভারতের রাস্তায় খুব শিগগিরই আমাদের ইলেকট্রিক দু-চাকা গাড়ি চলবে।
তিনি নিশ্চিত করেছেন যে, ওই গাড়িগুলো দেশে এই মুহূর্তে প্রডাকশন ফেজে রয়েছে। প্যাটেল আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে নিউ এজ মোবিলিটি প্রদান করা। হাইড্রোজেন জ্বালানি দ্বারা চালিত গাড়ির নিরিখে ট্রিটন এখন অনেকটাই অ্যাডভান্সড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।