সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর হোয়াইট হাউসে ট্রাম্প সমর্থকরা হামলা চলালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেয় প্রভাবশালী এই সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এরপর ট্রাম্প নিজেই একটি সামাজিক যোগাযোগমাধ্যম চালু করার ঘোষণা দেন। ট্রুথ সোশ্যাল নামে সামাজিক যোগাযোগমাধ্যমটি ইতোমধ্যে বাজারে এসেছে। এদিকে গত মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

এরপরই জল্পনা উঠেছে এবার ট্রাম্পের আইডি ফিরিয়ে দিতে পারেন টুইটারের নতুন মালিক। কেননা তিনি ঘোষণা দিয়েছেন, টুইটারকে বাক-স্বাধীনতা চর্চার একটি প্লাটফর্ম বানাতে চান তিনি। যেখানে কারও অ্যাকাউন্ট ব্লক করা হবে না।

তবে অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেও টুইটারে আর না ফেরার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, ইলন টুইটার কিনছেন কারণ তিনি এটির উন্নতি করতে পারে।

তিনি একজন ভালো মানুষ। তবে আমি ট্রুথেই থাকব।’ এদিকে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের সিইও ডেভিট নিউন্স নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইলন মাস্ককে টুইটার কিনতে উৎসাহ দিয়েছেন ট্রাম্প। তবে শুক্রবার (৬ মে) সরাসরি বিষয়টি অস্বীকার করেছেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক।