মার্কিন টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপের ‘নেভিগেশন বার’ কাস্টমাইজ করতে দিচ্ছে প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিশেষ সেবা ‘টুইটার ব্লু’।
এর আগে ফিচারটি কেবল ‘আইওএস’-এ ছিল। ‘ব্লু’-এর ‘স্পেসেস’ আইকনটি সরিয়ে ফেলার সুযোগ দেবে এই ফিচার, যা এতোদিন ব্যবহারকারীর নেভিগেশন বারের একদম মাঝামাঝি অবস্থান করতো। এই কাস্টমাইজড নেভিগেশন সুবিধা আসায় স্ক্রিনে অন্তত দুইটি এবং সর্বোচ্চ পাঁচটি ট্যাব রাখতে পারবেন ব্যবহারকারী, যা আগে ডিফল্ট হিসেবে দেখাতো অ্যাপটি।
যেসব ব্যবহারকারী অ্যাপে আসা বার্তা এবং নোটিফিকেশন দেখতে গিয়ে স্পেসেস ট্যাব সরাতে সরাতে ক্লান্ত হয়ে পড়েন, তাদের কাজ সহজ করবে এই ফিচার। ২০২১ সালে আইওএস-এ প্রথম স্পেসেস ট্যাবটির পরীক্ষা করে টুইটার। ট্যাবটি অ্যান্ড্রয়েডে চালু হয়েছে ২০২২ সালের মে মাসে, যা ব্যবহারকারীদের মাসিক ২.৯৯ ডলারে টুইটার ব্লু না কেনার একটি কারণ হয়ে দাড়িয়েছিল। টুইটার ব্লু গ্রাহক সেবাটি উন্মোচিত হয়েছে ২০২১ সালে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।