এখন থেকে দেশের ৮ বিভাগের ২০ শহরে জনপ্রিয় রাইড শেয়ারিং উবারের সেবা পাওয়া যাবে। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে এ সেবা চালু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, রেন্টাল, সিএনজি, ইন্টারসিটি, কানেক্ট, মটো ইত্যাদির মতো দুই, তিন ও চার চাকার বিভিন্ন ধরনের সার্ভিস উবারের প্ল্যাটফর্মে রয়েছে। এর ফলে শহর জুড়ে চলাচল এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে উঠেছে। পাশাপাশি, এর মাধ্যমে আরও বেশি সংখ্যক চালকদের জন্য উপার্জনের সুযোগ সৃষ্টি হচ্ছে।

বর্তমানে সময়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, বাগেরহাট, বরিশাল, যশোর, কুমিল্লা, মৌলভীবাজার, নীলফামারী, শ্রীমঙ্গল, ফেনী, দিনাজপুর, খুলনা এবং কক্সবাজারে উবারের সেবা চালু আছে। এছাড়া, পুরো দেশজুড়ে একটি বাটনে চাপের মাধ্যমে সহজেই রাইড শেয়ারিং সুবিধা দেওয়া উদ্দেশ্যে সম্প্রতি ঊনিশ ও বিশতম শহর, গাজীপুর ও নাটোরে মটো সেবা চালু করেছে উবার।

এখন ২০টি শহরের প্রতিটিতেই উবার মটো চালু আছে, উবারএক্স চালু আছে ৫টি শহরে, উবার প্রিমিয়ার ১টি শহরে, উবার সিএনজি ৩টি শহরে, রেন্টাল ৩টি শহরে, ইন্টারসিটি ৪টি শহরে এবং উবারএক্সএল চালু আছে ২টি শহরে।