সরকার বা প্রতিষ্ঠান চাইলেই প্রতিহিংসা বা উস্কানিমূলক কনটেন্ট বন্ধ করে না সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বরং কমিউনিটি নীতিমালা অনুসারে ব্যবস্থা নেয়। গতকাল বুধবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে মেটার (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) প্রাইভেসি বিষয়ক এক সভায় এ তথ্য জানানো হয়।
এ সময় মেটার প্রাইভেসির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রাইভেসি ও পাবলিক পলিসি ব্যবস্থাপক আরিয়ান জিমেনেজ এবং পলিসি কমিউনিকেশন্স লিড (এমার্জিং মার্কেটস ও দক্ষিণ এশিয়া) ফাহাদ কাদির। উপস্থিত ছিলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কায় মেটার কমিউনিকেশন্স ম্যানেজার শেহজিন চৌধুরী।
অনুষ্ঠানে বলা হয়, মেটার প্রাইভেসি নীতি এখন থেকে বাংলা ভাষায় দেখা যাবে। অনুষ্ঠানে সাংবাদিকরা জানতে চান, সরকার উস্কানিমূলক কোনো কনটেন্ট মুছে দিতে অনুরোধ করলে মেটা কী পদক্ষেপ নেয়? জবাবে মেটা কর্তৃপক্ষ জানায়, নীতিমালার আওতায় পড়লেই শুধু ব্যক্তি বা যে কোনো পর্যায় থেকে এ ধরনের অনুরোধ এলে তারা ব্যবস্থা নেয়। নীতিমালার বাইরে কিছুই করা হয় না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।