শরীরের পাঁচটা ইন্দ্রিয়র মধ্যে কান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কোনো কিছু শোনার জন্য অঙ্গটি আমাদের যেমন সাহায্য করে; তেমনই পরিপার্শ্বের সাথে ভারসাম্য রক্ষাও কানের একটি গুরুত্বপূর্ণ কাজ। অসাবধানতাবশত কিংবা কান চুলকাতে গিয়ে কাঠি ভেঙে কানের মধ্যে ঢুকে যাওয়া বেশ সাধারণ একটি ঘটনা। আবার পোকামাকড়, মশা-মাছি প্রভৃতিও কানের মধ্যে দুর্ঘটনাক্রমে ঢুকতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশি ঘটে।

কানে পোকা কিংবা কিছু ঢুকলে কী করবেন বা কী করা যাবে না এ বিষয়ে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক আবির্ভাব নাহা জানান, আমাদের কান খুবই সেনসেটিভ জায়গা। কানে হঠাৎ কিছু ঢুকে গেলে প্রথম করণীয় হলো চিকিৎসকের শরণাপন্ন হওয়া। যদি পোকা কিংবা ছোট কোনো জীব কানে প্রবেশ করে তাহলে দ্রুত হাসপাতালের ইমার্জেন্সিতে যোগাযোগ করতে হবে

আরো পড়ুন: মেহেরপুরে কালীগাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩

অভিজ্ঞতা ছাড়াই নেসলে বাংলাদেশে চাকরি

আবির্ভাব নাহা বলেন, কানে কিছু ঢুকলে অনেকেই খোচাতে শুরু করেন, যা ঠিক নয়। কানের ভেতরে দেখার জন্য যে লাইট প্রয়োজন সেটি সবার বাড়িতে থাকে না। এ জন্য ডাক্তার কিংবা হাসপাতালে আসতে হবে। না দেখে খোচালে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে। এ জন্য আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন।

পোকা ঢুকলে অনেকে বলেন- তেল দিতে। তাহলে বের হয়ে আসবে। এটি সঠিক নয়। তেলে থাকা ক্ষতিকর উপাদান কানের ক্ষতি করতে পারে। অনেকে আবার অলিভ অয়েল দেয়ার কথাও বলেন। এটিও ভুল।

তেলের কারণে সেই পোকা মারা গেলে সেই পোকার শরীর থেকে বের হওয়া ক্ষতিকারক পদার্থ কানের পর্দার ক্ষতি করতে পারে। পরে এক সময় কানে কম শুনতে পাওয়াসহ নানান সমস্যা হতে পারে। সুতরাং এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই হাসপাতাল বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে।