গত কয়েক বছরে একের পর এক নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষায় ফের নতুন ফিচার আনছে এই মার্কিন মেসেজিং অ্যাপটি। নতুন ফিচারে ব্যবহারকারীর তথ্য আরও গোপন থাকবে। কেউ ছবি অথবা ভিডিও পাঠালে সেটির স্ক্রিনশট নিতে পারবেন না অপর ব্যক্তি। কোনো ছবি বা ভিডিও ভিউ ওয়ান্সের মাধ্যমে পাঠালে চ্যাটের অপর প্রান্তের ব্যক্তি সেই মেসেজ একবার দেখার পর তা অদৃশ্য হয়ে যাবে।

আরোও পড়ুন:

ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে আবারও তলব করেছে তেহরান

শাকিব বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে

কয়েক মাস আগেই এই ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু এতদিন এই মেসেজগুলো স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখা যেত। তবে এবার সেটা আর করা যাবে না। শুধু স্ক্রিনশট নয়, ভিউ ওয়ান্স মেসেজে স্ক্রিন রেকর্ডিংও বন্ধ করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।

আপাতত বেটা ভার্সনে এই ফিচার যুক্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে শিগগিরই স্ট্যাবল ভার্সনেও এই ফিচার যুক্ত হবে। তার পরেই সব গ্রাহক এই সুরক্ষা ফিচার নিজের ফোনে ইনস্টল করতে পারবেন।
সূত্র: উইওন