রাজশাহীতে ‘‘WINNIFLY-IT” সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার(২ জানুয়ারী) সকাল ১২.০০ টায় নগরীর বর্ণালী মোড়ে কেক কেটে এই সেন্টারটির রাজশাহী অফিসের উদ্বোধন করা হয়।

WINNIFLY-IT সেন্টারের সিইও রিয়াজ হোসেন বলেন,এ আইটি সেন্টার বিশেষ তথ্য ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।আমরা সবসময় ট্রেনারদের সকল সমস্যা সমাধানে সবসময় স্পেশাল সাপোর্ট টিমের মাধ্যমে সমাধান করে থাকি।আগে আমরা অনলাইনে ট্রেনিং করাতাম এখন আমরা অফলাইনেও ট্রেনিং করাবো।এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ উদ্যোক্তা তৈরিতে এই প্রতিষ্ঠান যেমন ভূমিকা রাখবে, তেমনি এর মাধ্যমে একাডেমিক ও আইটি শিল্পের মধ্যে যোগসূত্র তৈরি হবে।এতে অনেকে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ এবং পরিবারে আর্থিকভাবে সহায়তা করতে পারবে।

এসময় ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার অভি, ট্রেনার শিহাব সাদনান রিয়াদ,লিমন দাশ,হারিজ উদ্দিন হিরোসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,এখানে ট্রেনার হিসেবে ৩ জন,সাপোর্ট টিম হিসেবে ২ জন সহযোগিতার জন্য সবসময় কর্মরত রয়েছেন।