চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি নতুন তিনটি স্মার্টফোন দেখিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিচ্ছে মি-১২ এস আল্ট্রা স্মার্টফোনের বিশাল ক্যামেরা সেন্সর। স্মার্টফোনে এক ইঞ্চি ক্যামেরা সেন্সরের উপস্থিতিকে অভূতপূর্ব ও বিরল।

সনির আরএক্স-১০০ সিরিজের ‘পয়েন্ট অ্যান্ট শুট’ ক্যামেরার মতো ডিভাইসগুলোতেই এই আকারের সেন্সরের ব্যবহার বেশি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ মন্তব্য করেছে, ক্যামেরা সেন্সরের পাশাপাশি শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির প্রায় সবকিছুই নজরে পড়ার মতো আকারে বড়। ৬.৭৩ ইঞ্চির ওলেড ডিসপ্লে আছে ডিভাইসটিতে; স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট আছে এতে।

ডিভাইসটিতে তিনটি ক্যামেরা রয়েছে। এর প্রথমটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। এর পাশাপাশি আছে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা; ৫x অপটিকাল জুম সুবিধা মিলবে এতে। আর এর মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। মূল ক্যামেরাতেই আছে ১ ইঞ্চির ক্যামেরা সেন্সর।

ক্যামেরার সেন্সরের আকার বড় হওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বেশি আলো গ্রহণ করে ছবি তোলা সম্ভব হয়। ফলে ছবির মান আরও ভালো হয়। এত বড় সেন্সর স্মার্টফোনটিকে রাতারাতি পেশাদারী ডিএসএলআর ক্যামেরায় পরিণত না করলেও একে বড় অগ্রগতি হিসেবেই দেখছে ভার্জ।