মানবীয় রোবট তৈরি করেছে স্মার্ট ডিভাইস নির্মাতা শাওমি। কৃত্রিম বুদ্ধির এ রোবটটির নাম সাইবার ওয়ান। এটি মন খারাপের সময় আপনাকে সঙ্গ দেবে।

আপনার মন ভালো করে দিতেও চেষ্টা করবে। শাওমির দাবি, সাইবার ওয়ান রোবটটি ৮৫ ধরনের প্রাকৃতিক শব্দ এবং ৪৫ ধরনের মানবিক অনুভূতি বুঝতে সক্ষম। ৫২ কেজি ওজনের এ রোবটটি ৫ ফুট আট ইঞ্চি লম্বা। গত বৃহস্পতিবার (১১ আগস্ট) রোবটটির পরীক্ষামূলক সংস্করণ অবমুক্ত করেন কোম্পানিটির প্রধান নির্বাহী লি জুন। অনুষ্ঠানের মঞ্চে হেঁটে প্রদক্ষিণ করে শাওমির প্রধান নির্বাহীর হাত থেকে ফুল গ্রহণ করে সাইবার ওয়ান।

পাশাপাশি এটি সেলফিও তোলে। অনুষ্ঠানে জানানো হয়, সাইবার ওয়ান শুধু সঙ্গ দেবে না, এটি পরিশ্রমও করতে পারবে। রোবটটিকে শিল্পকারখানায় বিভিন্ন কাজেও লাগানো যাবে। প্রোটোটাইপ এ রোবটটির পূর্ণাঙ্গ সংস্করণ কবে নাগাদ ছাড়া হবে এ সম্পর্কে কিছু জানানো হয়নি।