বর্তমান সময়ে সর্বাধিক জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। তবে মজার ব্যাপার হলো অনেক দেশেই নিষিদ্ধ এই টিকটক অ্যাপ।

নিষেধাজ্ঞার পরেও ব্যবহারকারীর সংখ্যা ও জনপ্রিয়তা বেড়েই চলেছে টিকটকে। আর এই প্ল্যাটফর্মটির এমন জনপ্রিয়তার কারণে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চেষ্টা করছে নিজেদের সেবার মান বাড়াতে।

ওই পরিকল্পনার অংশ হিসেবে ইউটিউব টিকটকের মতোই শর্ট ভিডিও তৈরির জন্য ‘ইউটিউব শর্টস’ নিয়ে এসেছে বছরখানেক আগে। এবার শর্টসে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে তারা। এতে করে ইউটিউবের চেয়ে বেশি লাভবান হবে ব্যবহারকারীরা। কারণ এতে আয় বাড়বে ব্যবহারকারীদের। যারা কন্টেন্ট তৈরি করেন তাদের আয় বাড়ানোর জন্যই এমন বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে ইউটিউব। খুব শিগগিরই চালু হতে যাচ্ছে এই সুবিধা।

এজন্য এক বছরে ৪ হাজার ঘণ্টা ভিউ এবং কমপক্ষে এক হাজার গ্রাহক প্রয়োজন হবে অ্যাকাউন্টে। অথবা ক্রিয়েটররা যদি ৯০ দিনের মধ্যে শর্টসে ১০ মিলিয়ন ভিউ পেয়ে থাকেন তাহলে তারাও প্রোগ্রামের জন্য যোগ্য হতে পারেন। তবে শুরুতে লভ্যাংশের মাত্র ৫০ শতাংশ পাবেন ক্রিয়েটররা। বাকিটা পাবে ইউটিউব।