জার্মানির একটি স্কুলে শিক্ষার্থীর বদলে ক্লাস করছে রোবট। অসুস্থ থাকায় দীর্ঘদিন ক্লাসে যেতে পারছে না জোশুয়া নামের একটি শিশু। কিন্তু থেমে নেই পড়ালেখা। রোবটের মাধ্যমে বাসা থেকেই ক্লাসের সাথে লাইভে যুক্ত থাকছে সে। ভার্চুয়ালি আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথেও।

সাত বছর বয়সী জোশুয়া জটিল রোগে আক্রান্ত। গলার অপারেশনের কারণে দীর্ঘদিন থাকতে হচ্ছে বাড়িতে। তবে স্কুল কামাই দিতে নারাজ জার্মানির এই শিক্ষার্থী। তার বদলে স্কুলে পাঠানো হয়েছে রোবটকে। বসছে জোশুয়ার নির্ধারিত বেঞ্চেই।

যন্ত্রের মাধ্যমে এখন বাসায় বসেই ক্লাস করছে সে। জোশুয়ার কিছু বলার প্রয়োজন হলে সংকেত দিচ্ছে রোবট। জোশুয়া বলেন, ‘আমি স্কুলে যেতে খুব ভালোবাসি। অসুস্থতার কারণে অনেকদিন যেতে পারিনি। কিন্তু রোবটটি এখন আমাকে দারুণ সাহায্য করছে।’

শুধু পড়ালেখাই নয়, রোবটের সাহায্যে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারছে জোশুয়া। পড়ালেখার প্রতি শিশুটির এমন আগ্রহে সহায়তা করছে স্কুল কর্তৃপক্ষও।