এবার বিদ্যুৎ, তেল বা কয়লার মতো জ্বালানি ছাড়াই ট্রেন ছুটলেই ব্যাটারি চার্জ হয়ে যাবে। আর সেই ব্যাটারিই চালিয়ে নিয়ে যাবে ট্রেন! ‘ইনিফিনিটি ট্রেন’ নামে এএই ট্রেনের যাত্রা শুরু হয়ে যেতে পারে ২০৩০ সালের মধ্য। ‘ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং’ ওয়েভ সাইট থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, বিশ্বে প্রথম এমন ট্রেন বানানোর উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়ার লৌহ আকরিক প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকু।
ইনফিনিটি ট্রেন তৈরির জন্য তারা ব্রিটেনের ব্যাটারি প্রস্তুতকারী সংস্থা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিংকে কিনে নিয়েছে। ধারণা করা হচ্ছে, এই ট্রেন চালু হলে জ্বালানি বাবদ খরচ কমার পাশাপাশি পরিবেশ দূষণও কমবে। এছাড়া বারবার জ্বালানি ভরার কষ্টও থাকবে না।
কারণ, এই ট্রেন চলার সময়ে নিজে থেকেই ব্যাটারি চার্জ করে নেবে। প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকুর সিইও এলিজাবেথ জেইনস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইনিফিনিটি ট্রেন হবে বিশ্বের সেরা ট্রেন। সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎচালিত ট্রেন। একই সঙ্গে এটিই হবে বিশ্বের প্রথম ট্রেন, যেটি থেকে একটুও দূষণ হবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।