সম্প্রতি প্রকাশিত আমেরিকার একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চাঁদে পরমাণু বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছিলো মার্কিন বিজ্ঞানীরা।

যদিও সেই পরিকল্পনা মাঝপথে ভেস্তে যায়। কিন্তু চাঁদে পরমাণু বোমা বিস্ফোরণের কথা ভেবেছিল কেন বিজ্ঞানীরা? আসলে এই মিশনটিও ছিল আমেরিকার মুন মিশনের অন্তর্গত। যার নাম দেয়া হয় অ্যডভান্সড অ্যারোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম।

এমন কিছু পরিকল্পনা করা হয়েছিল এই মিশনে যা আসলে অবিশ্বাস্য। বেশ কিছু আধুনিক প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষার ভাবনা ছিল প্রথমত। যার অন্যতম ইনভিজিবিলিটি ক্লোক, অ্যান্টিগ্রাভিটি ডিভাইস, ট্রাভার্সেবল ওয়ার্মহোল এবং পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে চাঁদে টানেল তৈরি করা। কিন্তু এই তথ্য কীভাবে প্রকাশ্যে এল? আসলে আমেরিকাতে রয়েছে তথ্যের স্বাধীনতার আইন।

এই আইনে একজন প্রাক্তন সিনেট সদস্য ওই মিশনের বিষয়ে তথ্য জানতে চান। এরপরেই সেই তথ্য প্রকাশ্যে এসেছে। ১৬০০ পৃষ্ঠার ওই নথিতে বলা হয়েছে, একাধিক অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষার ভাবনা ছিল চাঁদের মাটিতে। যার অন্যতম পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে চাঁদে টানেল তৈরি করা।