এস এম জহিরুল ইসলামঃ আদিবা আজম মাটি ঢাকা কমার্স কলেজ রোটার‌্যাক্ট ক্লাবের ২০২৩-২৪ রোটারি বর্ষের সভাপতি নির্বাচিত হয়েছে। মাটি ক্লাবের ২৩তম সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করেন। ৯ জুলাই ২০২৩ তারিখে তার সভাপতিত্বে রোটাবর্ষের প্রথম সভা ও ক্লাবের ৫৫০তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ক্লাব কক্ষে কেক কেটে ঢাকা কমার্স কলেজ রোটার‌্যাক্ট ক্লাবের বর্ণাঢ্য ইয়ার লঞ্চিং সভা ও রোটার‌্যাক্ট জেলা পুরস্কার অর্জন উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যারিয়ার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. নাজমুল হুদা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান- ডিআরসিসি মোল্লা বশির আহমেদ পান্না। বিশেষ অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহসানুর রহমান মল্লিক রনি, জেলা রোটার‌্যাক্ট প্রতিনিধি- ডিআরআর মো. শাহ শফিউর জালাল, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্ট রিপ্রেজেন্টেটিভ- আইপিডিআরআর আব্দুল কাইয়ুম খান, ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্ট রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট- ডিআরআরই এম এ গাফফার ও ক্লাব উপদেষ্টা এস এম আলী আজম। এসময় উপস্থিত ছিলেন জেলা ভাইস ডিআরআর তানভীর আহমেদ, জেলা সেক্রেটারি নাবীর হোসেন, জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম ও পার্থ সারথি দাস, রিজিওনাল রিপ্রেজেনটেটিভ আহসানুর রহমান জিম ও নিওন্তা মাহজাবিন, রোটার‌্যাক্ট ক্লাব অব দিলকুশার আইপিপি মাশরাফি সরকার মঈন, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা ডায়নামিকের সভাপতি মবিন শুভ্র, ক্লাব সচিব আবদুল্লাহ আল গালিব প্রমুখ। এর আগে মাটি সদ্য প্রাক্তন ক্লাব সভাপতি আশিক রহমান থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের বোর্ড অব অফিসিয়ালস ২০২৩-২৪ নিম্নরূপ: সভাপতি আদিবা আজম মাটি, সদ্য প্রাক্তন সভাপতি আশিক রহমান, সভাপতি ইলেক্ট ইফতেখার আলম প্রান্ত, সহ-সভাপতি রিফাহ তাসনিয়া, সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, যুগ্ম সম্পাদক মৈত্রী মাহমুদ, কোষাধ্যক্ষ মাহমুদুল ইসলাম সাহস, সম্পাদক অলি আহমেদ জয়, ক্লাব সেবা পরিচালক আনিকা তাবাসসুম মৌমি, সমাজসেবা পরিচালক আদিত্য আজম মাহি, আন্তর্জাতিক সেবা পরিচালক মো. অসীম হোসেন, পেশা উন্নয়ন সেবা পরিচালক শাফকাত হোসেন, ফাইন্যান্সিয়াল সেবা পরিচালক মো. রাহুল ইসলাম, চিফ সার্জেন্ট এ্যাট আর্মস মো. ফাহিম ভূঁইয়া, সার্জেন্ট অ্যাট আর্মস মো. নাফি তানিম, ফাউন্ডেশন কমিটি চেয়ারম্যান রবিন হোসেন, সদস্যপদ কমিটি চেয়ারম্যান মুন্সী নাজমুস সাকিব, পাবলিক ইমেজ কমিটি চেয়ারম্যান মো. জাহিদ হাসান ও সেবা প্রকল্প কমিটি চেয়ারম্যান আমিরুল মুমিনীন সিফাত।

আদিবা আজম মাটি ইতোপূর্বে রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এর সমাজসেবা পরিচালক, সচিব ও সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইন্টারন্যাশনাল ইন্টার‌্যাক্ট ক্লাব অব মিরপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ইন্টার‌্যাক্ট জেলা ৩২৮১ এর কোঅর্ডিনেটর এবং রোটার‌্যাক্ট জেলা ৩২৮১ বাংলাদেশ এর সাংস্কৃতিক কমিটি সদস্য ও গার্লস এম্পাওয়ারমেন্ট কমিটি সদস্য ছিলেন। তিনি রোটার‌্যাক্ট জেলা শ্রেষ্ঠ কমিটি সদস্য ২০২২-২৩ লাভ করেন। মাটি ৯ম ইন্টার‌্যাক্ট জেলা অ্যাসেম্বলি ও অভিষেক অনুষ্ঠান ২০২১ এর ইন্টার‌্যাক্ট আইডল ‘হোস্ট’ ছিলেন। তিনি ৩১তম রোটার‌্যাক্ট জেলা কনফরেন্স ২০২৩-এ মিস্টার ও মিস কনটেস্ট এর ‘হোস্ট’ ছিলেন।

মাটি ঢাকা কমার্স কলেজ নাট্য ক্লাব সভাপতি ২০২১, ফিল্ম ক্লাব সাধারণ সম্পাদক ২০২০-২১, সাধারণজ্ঞান ক্লাব সাধারণ সম্পাদক ২০২১-২২, সমাজকল্যাণ ক্লাব সাধারণ সম্পাদক ২০২২, রিডার্স এন্ড রাইটার্স ক্লাব সহ-সভাপতি ২০২২, বিজ্ঞান ক্লাব সহ-সভাপতি ২০২২, বাংলাদেশে সামাজিক সাংস্কৃতিক সংসদ এর সাংস্কৃতিক সম্পাদক ২০২০-২৩, বরিশালস্থ পরিশীলন পরিষদ এর সমাজকল্যাণ সম্পাদক ২০২১ ও ছাত্রীবিষয়ক সম্পাদক ২০২২ পদে দায়িত্ব পালন করেন।

আদিবা আজম মাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় সৃজনশীল লেখা প্রতিযোগিতা ২০২২-এ উচ্চমাধ্যমিক শ্রেণি পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উদয় শংকর আন্তর্জাতিক ড্যান্স ফেস্টিভলে বেস্ট ড্যান্সার অ্যাওয়ার্ড ২০১৯ লাভ করেছেন। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থীর পুরস্কার লাভ করেছেন। মাটি ঢাকা কমার্স কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬৫টি পুরস্কার লাভ করেছেন। তিনি বিভিন্ন চ্যানেলে প্রচারিত ২২টি মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেছেন। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ-কৌশল’বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২১-এ অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০১৮-এ ফয়েল বিভাগে সর্বকনিষ্ঠ পুরস্কার বিজয়ী আদিবা আজম মাটি ব্রোঞ্জপদক লাভ করেছেন। তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শাহআলী মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় আয়োজিত কুইজ, রচনা ও নৃত্য বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২-এ থানা পর্যায়ে প্রথম হয়েছেন। মাটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় আয়োজিত রচনা প্রতিযোগিতা ২০২২-এ ঢাকা জেলা পর্যায়ে প্রথম এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত রচনা প্রতিযোগিতা ২০২২-এ ঢাকা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি ঢাকা শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২১-এ একক ব্যাডমিন্টন ইভেন্টে ঢাকা মহানগরীতে রানার আপ হয়েছেন।

মাটি দেশের সর্ববৃহৎ স্কুল ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫টি ব্রাঞ্চের মধ্যে ২০১৮ সালের আন্তঃক্যাম্পাস ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বছর ৬টি বিষয়ে বিজয়ী হয়েছেন।

তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজিত ‘পদ্মা সেতু : উন্নয়নের জয়যাত্রা’শিরোনামে জাতীয় রচনা প্রতিযোগিতা ২০২২-এ বিজয়ী হয়েছেন। মাটি এসসিআরএম আয়োজিত ‘স্বাধীনতার সংলাপ’লিখন প্রতিযোগিতা ২০২২-এ বিজয়ী হয়েছেন। মাটি শাহআলী মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ২০২২-এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন।

আদিবা আজম মাটি একজন গার্ল গাইডস সদস্য। তিনি যুব রেড ক্রিসেন্ট দল এর ডেপুটি টিম লিডার-১ হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তিনি রেডক্রিসেন্ট বেসিক এন্ড ফাস্ট এইড ট্রেনিং গ্রহণ করেছেন। মাটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত উদ্ধার ও মানবিক সহায়তা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ১৫টি সেমিনার, কর্মশালা ও কনফারেন্স-এ অংশগ্রহণ করেছেন। তিনি ১টি বার্ষিকী সম্পাদনা পরিষদের সদস্য, ৩টি দেয়ালিকার সম্পাদনা পরিষদের সদস্য ও ১টি দেয়ালিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাটি হ্যাভেননিউজ২৪.কম এর কালচারাল স্পেশাল করেসপন্ডেন্ট। মাটি মোহনা টিভি ও মঞ্চে বহুবার নৃত্য পরিবেশন করেছেন। তিনি পিপলস রেডিও এর জনপ্রিয় ক্যাম্পাস আড্ডা এবং বাংলাদেশ বেতারে নববর্ষ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন।

মাটি বিভিন্ন সময়ে বহু ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি বৃক্ষরোপণ কর্মসূচি, সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য, ইফতার, ঈদবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, পোলিও টিকা ক্যাম্প, পরিচ্ছন্নতা অভিযান, শিশুদের জন্য সঠিকভাবে হাত ধোয়া, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি ডেন্টাল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সংগঠক হিসেবে অংশগ্রহণ করেছেন। বরিশাল জেলার মুলাদী উপজেলার সেলিমপুর গ্রামের আদিবা আজম মাটি ভবিষ্যতে একজন সফ্টওয়ার ইঞ্জিনিয়ার হতে ইচ্ছুক।