নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি-আমলা
২ জুলাই সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশের অর্থনীতিকে ঘূণে ধরেছে; একটা নির্ধারিত সময়ের পর হঠাৎ করেই তা ভেঙ্গে পরবে; নতুন প্রজন্ম যদি দুর্নীতিকে-দুর্নীতিবাজদেরকে রুখতে না পারে পরবর্তী প্রজন্ম আর জীবন নিয়ে চরম সংকটে পরবে। এসময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান পলাশ চন্দ্র চন্দন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ এসময় বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রথম দফায় সিলেটে গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত ত্রাণ দিয়েছে, দ্বিতীয় দফার ২৪ ও ২৫ জুন সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় আবার ত্রাণ দিয়েছে। সহৃদয়বান-অর্থবান ব্যক্তিদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানাচ্ছি- নতুনধারা বাংলাদেশ এনডিবি সঞ্চয়ি হিসাব নম্বর- ০১০০১১৬৫৫৯৮১৬, জনতা ব্যাংক, তোপখানা রোড শাখা, ঢাকা অথবা বিকাশ নম্বর-০১৭৯৫৫৬৮১৩৭-এ দান-অনুদান প্রেরণ করা যাবে বলে জানান নেতুৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।