রাজিবুল ইসলাম রিয়াজ: ক্যান্সারের আশঙ্কায় বাজার থেকে স্বেচ্ছায় নিজস্ব কিছু পণ্য প্রত্যাহার করছে ইউনিলিভার। যার মধ্যে রয়েছে- ডাভ, নেক্সাস, সুঅভ ও টিগি ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পু। এসব শ্যাম্পুতে বেনজিনের উপস্থিতি শনাক্তের বিষয়টি উল্লেখ করা হয়। সেই সঙ্গে এসব ব্র্যান্ডের শ্যাম্পু বাজার থেকে প্রত্যাহার করে নেয়ার আহ্বানও জানিয়েছে ইউনিলিভার।
ভ্যালিসুরের শীর্ষ নির্বাহী কর্মকর্তা ডেভিড লাইট বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের সাবান, শ্যাম্পু, বডি স্প্রেসহ নানা ধরনের প্রসাধন সামগ্রী নিয়ে গবেষণা করছি। গবেষণায় প্রায় প্রতিটি অ্যারোসল বা ড্রাই শ্যাম্পুর মধ্যেই বেনজিনের উপস্থিতি দেখতে পেয়েছি। বেশিরভাগ ড্রাই শ্যাম্পুতে বেনেজিনের উচ্চমাত্রার উপস্থিতি শনাক্ত হয়েছে। বেনজিনের উচ্চমাত্রার উপস্থিতি রয়েছে— এমন প্রসাধনী দীর্ঘদিন ব্যবহার করলে ক্যানসার সৃষ্টি হতে
পারে এবং আমরা সক্রিয়ভাবে এ বিষয়ে কাজ করছি।’
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ফুডস অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) নিজেদের ওয়েবসাইটে একটি নোটিশ জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে আরও বলা হয়, ‘এসব ড্রাই শ্যাম্পুতে যে মাত্রার বেনজিনের উপস্থিতি রয়েছে, তাতে এগুলো দীর্ঘদিন ব্যবহার করলে লিউকেমিয়া ও অন্যান্য ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। খাদ্য-পানীয়-ওষুধ-প্রসাধনীর মতো নিত্য ব্যবহার্য পণ্যে এফডিএ কোনও ধরনের ক্ষতিকর উপাদানের দূষণ প্রত্যাশা করে না।’
এই বিষয়ে কোম্পানির এক কর্মকর্তা জানান, যেসব শ্যাম্পু প্রত্যাহার করা হচ্ছে, সেগুলোর প্রায় সবই প্রস্তুত করা হয়েছিল ২০২১ সালের অক্টোবরে।
এদিকে, নিজেদের পণ্য প্রত্যাহার করে নেয়ার প্রসঙ্গে ইউনিলিভারের এক কর্মকর্তা বলেন, ‘আমরা সচেতনভাবে কোনো দূষিত রাসায়নিক উপাদান আমাদের পণ্যে ব্যবহার করি না। কোনো প্রসাধনীতে বিভিন্ন রাসায়নিক উপাদন কোন মাত্রা পর্যন্ত ব্যবহার করা যাবে, সে বিষয়ক কোনো নির্দেশনা যদি এফডিএ দিতো, তাহলে আমাদের সুবিধা হতো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।