মনিরামপুর প্রতিনিধি: আজ ২৩ মার্চ বুধবার মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক ও ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরে কৃষ্ণ অধিকারী, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, সাবেক ছাত্রলীগ নেতা ও তরুণ আওয়ামী লীগ নেতা এডভোকেট বশির আহমেদ খান, সকল কাউন্সিলর সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তারা,আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।