ইতালিয়ান সিরি ‘আ’ মিশন শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো-পাওলো দিবালাদের জুভেন্টাস। রবিবার রাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে উদিনেসের বিপক্ষে মাঠে নামে তুরিনের এই দলটি। প্রতিপক্ষে মাঠে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। তবে এই ম্যাচে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন তারকা দিবালা। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই দুর্দান্ত এক গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন দিবালা। ২৩তম মিনিটে ফের দিবালা জাদু, দিবালার ডিফেন্স ছেঁড়া পাসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হোয়ান কুয়াদরাদো। বিরতির পর ঘুরে দাঁড়ায় উদিনেস।
ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন উদিনেসের পেরেয়রা। শুরুর একাদশে না থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো বদলি হয়ে মাঠে নামেন ৬০তম মিনিটে। ৮৩তম মিনিটে গোল করে ম্যাচে ২-২ এ সমতা নিয়ে আসেন উদিনেসের জেরার্ড দেলোফেউ। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষে জালে বল পাঠিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) সিদ্ধান্তে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।