বর্ষসেরা কোচ হওয়ার লড়াইয়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। এ তালিকা থেকে বাদ পড়েছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জেতানো লিওনেল স্কালোনি। এর আগে, ২০২১ সালের পুরুষ ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচনে গত নভেম্বরের শেষ দিকে সাত জনের নাম প্রকাশ করা হয়েছিল। বৃহস্পতিবার সাত জনের সেই তালিকা থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা।

তিন জনের এই তালিকায় রয়েছেন ইতালির রবের্তো মানচিনি, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও চেলসির টমাস টুখেল। গত জুলাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় রবার্তো মানচিনির শিষ্যরা। চেলসিকে গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ জেতান টুখেল।

অন্যদিকে ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটি। আগামী ১৭ জানুয়ারি বর্ষসেরা কোচের নাম প্রকাশ করবে ফিফা।