আবদুল্লাহ শফিকের মহাকাব্যিক ইনিংসের সুবাদে গল টেস্টে ঐতিহাসিক জয় পেয়ে শ্রীলংকার বিপক্ষে ১-০ তে এগিয়ে পাকিস্তান।

হোয়াইটওয়াশের লক্ষ্যে রোববার দ্বিতীয় ও শেষ টেস্টে ফের লংকানদের মুখোমুখি হবেন বাবর আজমরা। তবে তার আগেই দুঃসংবাদ এলো পাকিস্তান শিবিরে। হাঁটুর ইনজুরিতে পড়ে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির পেস আক্রমণের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিবৃতিতে বলা হয়, ‘প্রথম টেস্টের চতুর্থ দিনে পাওয়া হাঁটুর ইনজুরিতে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন শাহীন শাহ আফ্রিদি। টেস্ট থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকবেন এ পেসার।’

২২ বছর বয়সি এ পেসারের পরিবর্তে একাদশে কে ঠাঁই পাবেন সেটি এখনো নিশ্চিত করেনি পিসিবি।

এদিকে ইনজুরির সংকটে পড়েছে শ্রীলংকা শিবিরেও। আঙুলের ইনজুরিতে শেষ টেস্টে মাঠে নামা হচ্ছে না লংকান স্পিনার মাহেশ থিকসানার। তার পরিবর্তে দলে ডাক পড়েছে আরেক স্পিনার লাকশিথা মানাসিংঘের।

তথ্যসূত্র: ক্রিকইনফো