ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের পদ হারিয়েছেন হ্যারি ম্যাগুয়েরে। ম্যানেজার এরিক টেন হাগের সঙ্গে আলোচনার পর অধিনায়কত্ব হারানোর তথ্য জানান এই ডিফেন্ডার। গত মৌসুমে মাত্র আটটি প্রিমিয়ার লিগ ম্যাচে মূল একাদশে খেলেছিলেন তিনি।

টুইটারে অধিনায়কত্ব হারানোর বিষয়টি নিশ্চিত করে ম্যাগুয়েরে জানান, ‘ম্যানেজারের সঙ্গে আলোচনা করার পর তিনি আমাকে অধিনায়কের পদ পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন। তিনি আমাকে এর কারণ সর্ম্পকে বর্ণনা করেছেন। ব্যক্তিগতভাবে আমি দারুণ হতাশ। যখনই আমি ইউনাইটেডের জার্সি গায়ে নেমেছি তখনই নিজের সেরাটা দেবার চেষ্টা করেছি।’

৩০ বছর বয়সী ম্যাগুয়েরে আরও লিখেন, ‘যখন দলের আর্মব্যান্ড পড়ে খেলতে নেমেছি তখন ইউনাইটেডের ভক্তরা আমাকে যে পরিমাণ সমর্থন দিয়েছে সেজন্য সবাইকে অনেক বড় ধন্যবাদ। সাড়ে তিন বছর আগে আমি এই দায়িত্ব পেয়েছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেডের মত দলকে নেতৃত্ব দেয়া সত্যিই অনেক বড় সৌভাগ্যের।’

২০১৯ সালে লিস্টার থেকে ৮০ মিলিয়ন পাউন্ডে দলে আসার পর ইউনাইটেডের হয়ে ম্যাগুয়েরে ১৭০ ম্যাচ খেলেছেন। কিন্তু গত দুই মৌসুমে ইউনাইটেডের কয়েকটি ম্যাচে বড় কিছু ভুল করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাগুয়েরেকে নিয়ে অনেক ট্রল হয়। যদিও ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেটের অধীনে জাতীয় দলে নিজের জায়গা ধরে রেখেছেন ম্যাগুয়েরে।