দুই ওয়ানডে জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ। মিশন এবার হোয়াইটওয়াশের। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে তামিম ইকবালের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি বেলা ১১টায় শুরু হয়েছে।
তামিম ও লিটন ব্যাটে সতর্ক শুরু করেছে বাংলাদেশ। প্রথম ৬ ওভারে মাত্র ১টি চার আসে বাংলাদেশের। তৃতীয় ওভারেরই লিটনের বিপক্ষে রিভিউ নেয় আফগানিস্তান, যদিও সেটি সফরকারীদের পক্ষে আসেনি।
১০ ওভার ৩ বলে ৪৭ রানে অধিনায়ক তামিমকে হারিয়েছে হারিয়েছে টাইগাররা। তামিম ২৫ বলে করেন মাত্র ১১ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩২ ওভারে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান।
আজকের ম্যাচে জয় পেলে পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিবে বাংলাদেশ। আর সেই সঙ্গে প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশও করা হবে। এর আগে ২০১৬ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো বাংলাদেশ ও আফগানিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাই সিরিজ জয়ের পরও হাল ছাড়ার কোন উপায় নেই বাংলাদেশের। পয়েন্টের জন্য নিজেদের সেরা দিয়ে খেলবে টাইগাররা। ইতোমধ্যে ১০০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।
আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান দল একটি বদল এনেছে। ফরিদ আহমেদের জায়গায় একাদশে গুলবাদিন নাঈব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।