বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান আজ সোমবার (২৮ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে শেখ জামালের বিপক্ষে খেলতে পারেন বলে গতকাল রোববার (২৭ মার্চ) গুঞ্জন উঠেছে ক্লাব পাড়ায়। সবার জানা, অসুস্থ হয়ে হাসপাতালে থাকা মা, তিন সন্তান ও শাশুড়ির শয্যাপাশে দাঁড়াতে বিসিবির অনুমতি সাপেক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান।
এমন এক পরিস্থিতিতে সাকিবের পক্ষে ঢাকা ফেরার পর একদিনও অনুশীলনে যোগ দেয়া সম্ভব হয়নি। তারপরও রোববার রাতে হঠাৎ চাপা গুঞ্জন, শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব নাকি খেলতেও পারেন। মোহামেডান ক্রিকেট কমিটির অন্যতম শীর্ষ কর্তা সাব্বির রোববার রাতে জানিয়েছেন, সাকিবের সব কাগজপত্র তৈরি। লিগ খেলার ছাড়পত্র বা অনুমতি যাই বলেন না কেন, বোর্ডের কাছ থেকে তাও মিলেছে।
তাহলে কী সাকিব খেলবেন সোমবার? এ প্রশ্নের উত্তরে সাব্বির জানান, ‘আসলে আমরা সাকিবকে খেলার বিষয়ে কোনো রকম চাপ দিইনি। কারণ, তার শাশুড়ির অবস্থা বেশ খারাপ। ক্যানসার ফোর্থ স্টেজ। তার স্ত্রী সার্বক্ষণিকভাবে মায়ের পাশে রয়েছেন। এ রকম পরিবেশ, পরিস্থিতিতে সাকিবকে খেলার কথা বলা যায় না। আমরা তাকে খেলার ব্যাপারে কোনো পীড়াপিড়ি করিনি। সাকিবের ওপর ছেড়ে দিয়েছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।