করোনার প্রভাবে দুই মৌসুম স্থগিত থাকার পর আজ থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২১-২২ মৌসুম। মঙ্গলবার (১৫ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ডিপিএলের এবারের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হ্যাটট্রিক শিরোপায় চোখ রেখে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্সের। এবারের ডিপিএলের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন গ্রুপ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ লিগের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ স্পন্সর বাই ওয়ালটন’। উদ্বোধনী দিনে বিকেএসপি-৩ মাঠে লড়ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাব এবং বিকেএসপি-৪ মাঠে খেলছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অফ রূপগঞ্জ। প্রথম বিভাগ থেকে ডিপিএলে এই মৌসুমে উত্তীর্ণ হয়েছে রূপগঞ্জ টাইগার্স ও সিটি ক্লাব।

এবারের প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে ১১টি দল। লিগে মোট ৭৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার প্রথম দুই রাউন্ডের সূচি তৈরি হয়েছে। যেখানে মিরপুরের পাশাপাশি খেলা হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ আর ৪ নম্বর মাঠে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে ৩টি ম্যাচ।

যেখানে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের মতো দলগুলো।

টুর্নামেন্টে অংশ নেয়া ১১টি দল হলো— মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

 

কলমকথা / সাথী