নারী ওয়ানডে বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শনিবার (২৭ মার্চ) দিবাগত রাতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলা বাংলাদেশের এক জয়ে পয়েন্ট মাত্র দুই।
তাতে পয়েন্ট টেবিলে সাতে অবস্থান পাকিস্তানকে হারানো বাংলাদেশের। এদিকে ৬ ম্যাচ খেলা ইংল্যান্ডের পয়েন্ট ৬। শেষ চারে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।
বাংলাদেশের বিপক্ষে হারলে সেমিফাইনালে যেতে অন্য দলগুলোর দিকে তাকি থাকতে হয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপে খুব বেশি সাফল্য না পেলেও দুর্দান্ত বোলিং আক্রমণ দিয়ে প্রতিপক্ষের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।