পাকিস্তানের তারকা ক্রিকেটার ইফতিখার আহমেদের ব্যাটিং তাণ্ডবে খুলনাকে ১৯৫ রানের চ্যালেঞ্জ ছূঁড়ে দিল ফরচুন বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ৩৩তম ম্যাচে শুক্রবার মুখোমুখি হয় ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় খুলনা।
আগে ব্যাটিংয়ে নেমে ছক্কায় ইনিংস শুরু করা বরিশালের ওপেনার এনামুল হক ফেরেন পুল ভেন মিকরনের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে। তার আগে ৭ বলে করেন ১২ রান।
এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা ইবরাহিম জাদরানের সঙ্গে ৩১ বলে ৪১ রানের জুটি গড়ে ফেরেন অন্য ওপেনার ফজলে রাব্বি। তিনি ২৯ বলে ৩৯ রান করে আউট হন।
এরপর ইফতিখার আহমেদের সঙ্গে ৩৬ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ২১ বলে ৩৬ রান করে ফেরেন।
সাকিব আউট হওয়ার পর করিম জানাতের সঙ্গে মাত্র ১৪ বলে চার ছক্কার ফুলঝুুড়িতে ৪০ রানের জুটি গড়েন ইফতেখার। করিম ৮ বলে ফেলেন ১৬ রানে টর্নেডো ইনিংস।
ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন ইফতেখার। তিনি ৩১ বলে তিন চার আর সমান ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন। তার ফিফটিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে বরিশাল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।