স্ট্যামফোর্ড ব্রিজে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে গ্রাহাম পটারের শিষ্যরা।
এই জয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা আট নিশ্চিত করলো চেলসি।
পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ডর্টমুন্ড। তবে চেলসির জালে বল জড়াতে পারেনি। উল্টো গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছে চেলসি। ৪৩ মিনিটে ডর্টমুন্ডের জাল খুঁজে নেন রাহিম স্টার্লিং। তার দুর্দান্ত শট আঘাত হানে বরুশিয়ার জালে।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখার বাড়তি চাপ মাথায় নিয়েই মাঠে নামে পটারের দল। ১০ মিনিট পর বাড়ান ব্যবধান কাই হাভার্টজ। ম্যাচের ৫৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্লুজদের ২-০ গোলে এগিয়ে নেন এই ফরোয়ার্ড।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল হয়নি। ফলে জয় নিয়ে চেলসি জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।