ক্রাইস্টচার্চ টেস্টের শুরুতেই একটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। তাসকিন আহমেদের জার্সি পরে তার পাশে দাঁড়িয়ে শরীফুল ইসলাম মাঠে আম্পায়ারদ্বয়ের সঙ্গে আলোচনা করছেন।

দেখে মনে হচ্ছিল, টাইগার একাদশে দু’জন তাসকিন! এটা নিয়ে বেশ হাসাহাসিও হচ্ছে। পরে অবশ্য জার্সি বদল করেছেন শরীফুল। কিন্তু মাঠের পারফর্মেন্সে জার্সি বদলের তেমন একটা প্রভাব পড়েনি। প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৩৪৯ রান সংগ্রহ করেছে। ৯৯* রানে অপরাজিত ডেভন কনওয়ে। অধিনায়ক টম ল্যাথাম অপরাজিত আছেন ১৮৬* রানে। অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২০১* রান। দুজনে খেলেছেন দিনের ৫২ ওভার! এর আগে ৩৮ ওভার পর্যন্ত স্থায়ী ওপেনিং জুটিতে এসেছিল ১৪৮ রান। সব মিলিয়ে বাংলাদেশের আজ চরম হতাশার দিন।

উইল ইয়ংয়ের (৫৪) একমাত্র উইকেটটি শিকার করেছেন শরীফুল ইসলাম। বাকি বোলারদের কেউ সফল নন। অধিনায়ক মুমিনুল হক আজ পাঁচ বোলার ব্যবহার করেছেন। যাদের মাঝে ২১ ওভারে সর্বোচ্চ ১১৪ রান দিয়ে ‘সেঞ্চুরি’ করেছেন প্রথম টেস্টের নায়ক এবাদত হোসেন। স্পেশালিস্ট বোলারদের মধ্যে তাসকিন দিয়েছেন ২২ ওভারে ৬৮, শরীফুল ১৮ ওভারে ৫০ এবং মেহেদি মিরাজ ২৫ ওভারে ৯৫ রান দিয়ে উইকেট শূন্য। ল্যাথাম-কনওয়ের জুটি ভাঙতে নাজমুল হোসেন শান্তকে দিয়ে পর্যন্ত বল করিয়েছেন অধিনায়ক মুমিনুল। কিন্তু সেই বুদ্ধি কাজে লাগেনি।