সবসময় আলোচনা-সমালোচনায় থাকতেই যেন পছন্দ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশসেরা এই ক্রিকেটারের এবার আইপিএলে দল না পাওয়ার আলোচনা এখনো শেষ হয়নি। এরমধ্যেই নতুন খবরের জন্ম দিয়েছেন সাকিব। এবার শিরোনাম হয়েছেন দ. আফ্রিকা সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে। আর গণমাধ্যমের সামনে সাকিবের এই আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল সোমবার (৭ মার্চ) নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি জানান, এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড যা মানতে কষ্ট হবে। এমন কী পাপনের নিজেরও মানতে কঠিন হয়ে যাবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এবার বিসিবি সভাপতি হতেই চাইনি। এসব আমার পক্ষে গ্রহণ করা কঠিন। আপনার চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা খেলতে বাধ্য। কারও জন্য ছাড় দেব, কারও জন্য কঠিন হবে। এ কারণে হতে চাইনি। আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে যেগুলো কঠিন হবে।

সেটা আবার আপনাদের পক্ষে মেনে নেয়া কঠিন হবে। তবু চেষ্টা করছি, এভাবে চলতে দেয়া যায় না’। পাপন আরও বলেন, ‘সাকিব যদি কোনো সিরিজে না যায়, কেউ কিছু বলবে না। কিন্তু দল থেকে যদি বাদ দিই তখন তো বোর্ডকে দুষবে। সাকিবের কাছে বিসিবি অসহায় কিনা এমন প্রশ্নে উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে পাপন বলেছেন, ‘কার কাছে অসহায়? কার কাছে অসহায়? কেন অসহায় হবো?’

 

কলমকথা/সাথী