এবারের ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে পৃথিবীকে স্বাগতম জানাবে ভূমধ্যসাগরের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। তবে করোনা টিকা না নিলে কেউই এই বিশ্বকাপে উপস্থিত হতে পারবে না। চলতি বছরের নভেম্বর মাসেই ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী পর্দা উন্মোচন করা হবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।
পৃথিবীবাসীদের একটি আনন্দমুখর বিশ্বকাপ উপহার দিতে পুরোপুরি প্রস্তুত তেল সমৃদ্ধ দেশ কাতার। ইতিমধ্যে প্রথম ধাপের টিকেট বিক্রির আবেদন গ্রহণ শুরু করেছে ফিফা। এতে করে কাতারসহ সারাবিশ্বেই উৎসবের আমেজ দেখা যাচ্ছে। বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতারের বড় বড় স্টেডিয়ামগুলোয় ফুঠে উঠেছে নান্দনিকতার ছাপ,
শৈল্পিক কারুকাজে সজ্জিত স্টেডিয়াম দেখে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। মহামারী করোনা প্রতিরোধে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপে উপস্থিত দর্শকদের জন্য করোনা টিকাগ্রহণ বাধ্যতামূলক করেছে কাতার সরকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।