সহজ ক্যাচ মিস করে হাসির খোরাক হলেন বিরাট কোহলি। অবশ্য ক্যাচ মিস করায় কোহলির তেমন কোনো দোষ নেই। এক পরিবর্ত ফিল্ডার ক্যাচ নিতে যাওয়ায় কোহলি কিছুটা সংশয়ে পড়ে গিয়েছিলেন।

বৃহস্পতিবার মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন কোহলি ও অধিনায়ক ফাফ ডু প্লেসির ঝড়ো ব্যাটিংয়ে চার উইকেট হারিয়ে ১৭৪ রান করে বেঙ্গালুরু।

দলের হয়ে ৫৬ বলে ৫টি চার ও সমান ছক্কার সাহায্যে ৮৪ রান করেন ডু প্লেসি। ৪৭ বলে ৫টি চার ও এক ছক্কার সাহায্যে ৫৯ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

টার্গেট তাড়ায় মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে ১৮.২ ওভারে ১৫০ রানেই অলআউট হয় পাঞ্জাব কিংস।

পাঞ্জাবের ইনিংসে ১৭তম ওভারের শেষ বলে জিতেশ শর্মা বাউন্ডারি হাঁকাতে চেষ্টা করেন, বলটি হাওয়ায় ভেসে লং-অনে দাঁড়িয়ে থাকা কোহলির কাছে যায়।

কোহলি বুঝতে পারেননি যে, সুয়শ প্রভুদেশাই ডিপ মিডউইকেট থেকে দৌড়াচ্ছেন। পরে বুঝে তিনি তার হাত দিয়ে ইশারা করেন, ক্যাচটি তার নিয়ন্ত্রণে আছে।

কোহলির ইঙ্গিত বুঝতে না পেরে সুয়াশও ক্যাচ ধরতে চলে আসেন। কোহলি নিজের পজিশন ঠিক করে নিয়ে ক্যাচটা ধরতে চেষ্টা করেন। কিন্তু নিজের ভারসাম্য ধরে রাখতে পারেননি। যে কারণে ক্যাচটি মাটিতে পড়ে যায়। একেবারে লোফা ক্যাচ মিস করে হাসির খোরাক হন বিরাট।