ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিকুর রহিমের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দলীয় একটি সূত্রে জানা গেছে, মুশফিকের কুঁচকিতে টান আছে।
তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোববার (৯ জানুয়ারি) ক্রাইস্টচার্চের হাগলি ওভালে শুরু হতে যাওয়া শেষ ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সকালে মাঠে গিয়ে ফিটনেস টেস্ট দেওয়ার পর এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।
ইতোমধ্যে আঙ্গুলের ইনজুরিতে পড়ে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার পরিবর্তে টেস্ট অভিষেক হতে পারে নাঈম শেখের। দুই টেস্ট সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। পরের ম্যাচে ড্র করলেই বিদেশের মাটিতে জিম্বাবুয়ে ছাড়া বড় কোনো দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
দলগত পারফরম্যান্সেই প্রথম টেস্ট জিতেছিল টাইগাররা। যে কারণে এখন অনেক আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। তবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। কারণ এই ভেন্যুতে আট ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ হেরেছে কিউইরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।