চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনকে উড়িয়ে পেপ গার্দিওয়াল শিষ্যরা। মঙ্গলবার দিবাগত রাত দুইটায় (১৫ ফেব্রুয়ারি) ম্যানচেস্টার সিটির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে ক্লাবটি। এই ক্লাবেই অভিষেক হয়েছিল বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।

ম্যানসিটির হয়ে জোড়া গোল করেছেন বার্নাদো সিলভা। একটি করে গোল করেছেন ফিল ফোডেন, রিয়াদ মাহরেজ ও রহিম স্টার্লিং। আগামী ১০ মার্চ দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ফের মুখোমুখি হবে দুই দল। চ্যাম্পিয়নস লিগের প্রথম ক্লাব হিসেবে নক আউট পর্বে টানা পাঁচ অ্যাওয়ে ম্যাচে জয় পেল গার্দিওয়াল শিষ্যরা।

স্বাগতিক স্পোর্টিংকে কোনোরকম ছাড় দেয়নি ইংলিশ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের চার গোল করে স্বাগতিকদের ম্যাচ ছিটকে দেয় ইংলিশ ক্লাবটি। বিরতির পর ম্যানসিটি আক্রমণের ধার বাড়ালেও এক গোল করতে সক্ষম হয়েছে। স্পোর্টিং-এর খেলোয়াড়রা ম্যানসিটি ঠেকিয়ে রাখার চেষ্টা করলেও কোনো গোল করতে সক্ষম হয়নি।

 

কলমকথা/বিসুলতানা