রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গাসপ্রম অ্যারেনায় ২৮ মে হওয়ার কথা ছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। কিন্তু এখন আর সেখানে হচ্ছে না। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিশেষ সভায় উয়েফা সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ায় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন না করার।
নতুন ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের জাতীয় স্টেডিয়াম স্টাডে ডি ফ্রান্সকে।
এছাড়া রাশিয়া ও ইউক্রেনের জাতীয় দল ও ক্লাবগুলোকে তাদের ঘরের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে বলা হয়েছে।
এদিকে ইউক্রেনের ফুটবল সংস্থা উয়েফা ও ফিফাকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক পর্যায় থেকে রাশিয়া জাতীয় ফুটবল দল ও ক্লাবগুলোকে বাদ দেওয়ার।
ইউরোপা লিগে আছে রাশিয়ার ক্লাব স্পার্টক মস্কো। অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচে আগামী মাসে ইউক্রেনের সঙ্গে খেলার কথা রয়েছে রাশিয়ার। আর জুনে উয়েফা ন্যাশন্স লিগে রাশিয়া-ইউক্রেনের ম্যাচ রয়েছে।
জরুরি সময়ে ফ্রান্স চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনে রাজি হওয়ায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ জানিয়েছে উয়েফা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।