তিনটি লাল কার্ডের টানটান উত্তেজনাকর ম্যাচের শেষ মিনিটের গোলে হার এড়ালো স্পানিশ জায়ান্ট ক্লাব বার্সালোনা। বার্সার মুখ রক্ষার এই ম্যাচে পুরোটা সময়ই ছড়িয়েছে উত্তেজনা। আক্রমণ আর পাল্টা আক্রমণের ছিল চোখে পড়ার মতো।

প্রথমার্ধে সমানে সমান থাকার পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় স্বাগতিক এস্পানিওল। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে ডাচ ফুটবলার লুক ডি জংয়ের গোলে হার থেকে রক্ষা পায় বার্সেলোনা। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে লা লিগায় নিজেদের মাঠে বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এস্পানিওল। লা লিগায় এস্পানিওলের বিপক্ষে এ নিয়ে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকলো বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলে টানা ছয় ম্যাচ জয়হীন এস্পানিওল। এই জয়ে ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বার্সেলোনা। ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তেরোতম স্থানে এস্পানিওল। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। আগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণাত্মক জাভির দল। তবে ছেড়ে কথা বলেনি এস্পানিওলও।

 

কলমকথা/সাথী