প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শুক্রবার সিরিজের শেষ ম্যাচে টাইগাররা জিতলে হোয়াইটওয়াশ হবে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
এমন সহজ সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম ম্যাচে বৃষ্টির আগে ১৯.২ ওভারে বাংলাদেশ করে ৫ উইকেটে ২০৭ রান। বৃষ্টি আইনে ৮ ওভারে ৮১ রানের টার্গেট তাড়ায় আয়ারল্যান্ড করতে পারে ৫ উইকেটে ৮১ রান। ২২ রানের জয় পায় বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে খেলা নির্ধারণ হয় ১৭ ওভার করে। আগে ব্যাট করে ৩ উইকেটে ২০২ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ৯ উইকেটে হারিয়ে ১২৫ রান করতে পারে আয়ারল্যান্ড। ৭৭ রানের বড় জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
শুক্রবার সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্যে খেলছে বাংলাদেশ দল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।