“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুরে কচুবাড়ী ভাটা তরুণ সংঘের উদ্যোগে স্বপ্ন ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার (মিনিস্টার শোরুম) এর সৌজন্যে একদিন ব্যাপী মিনিস্টার ফ্রীজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ই অক্টোবর) সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে কচুবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকাল থেকে বিকাল পর্যন্ত একদিন ব্যাপী ৮টিমের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ চন্দ্র সেন।
এ সময় ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ মামুন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফুটবল টুনার্মেন্টটি উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন উঠতি বয়সের তরুণ, যুবক ও বয়স্করা।
এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয় খেলার মাঠ। দর্শকের গনতালিতে উজ্জীবিত হয় খেলার মাঠ।
ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, মাদকের বিকল্প হচ্ছে খেলাধুলা, খেলাধুলাই পারে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে।
এ সময় তিনি মিনিস্টার ফ্রীজ ফুটবল টুর্নামেন্টের আয়োজকে ধন্যবাদ জানান।
উক্ত, ফুটবল টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন অর্জন করেন লিটন একাদশ ও রানার্স আপ বড়গাঁও জাহানপাড়া একাদশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।