মোঃ আল-আমিন ঠাকুরগাঁও ব্যুরো প্রধান:ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের দেওগাঁও চেড়াডাঙ্গী মাঠে আলাল পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডের সৌজন্যে একাত্তর ফিড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে দেওগাঁও চেড়াডাঙ্গী দি নিউ ন্যাশন ক্লাবের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ালীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা পরিষদ সদস্য ও যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ হোসেন, আলাল পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডের ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সিনিয়র অফিসার সোহেল রানা শোয়েব, ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলসহ অনেকে।
উদ্বোধনী খেলায় অংশ নেয় দিনাজপুর জেলার মরিচা ইউনিয়নের ইবনু চৌধুরী স্মৃতি সংসদ বনাম ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ফুটবল একাদশ। খেলা শেষে রাণীশংকৈল ফুটবল একাদশ ১-০ গোলে ইবনু চৌধুরী স্মৃতি সংসদকে হারিয়ে জয়ী হয়। একাত্তর ফিড ফুটবল টর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে।
দল গুলো হলো জেলার পীরগঞ্জ উপজেলার কুয়াগাঁও ফুটবল একাডেমি, সদর উপজেলার মাদারগঞ্জ অরোরা সংঘ, চেড়াডাঙ্গী দি নিউ ন্যাশন ক্লাব। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ফুলবাড়ী পাথরাজ যুবসংঘ জুনিয়র একাদশ, পার্বতীপুর উপজেলার আর্মি ফুটবল একাদশ, বোচাগঞ্জ উপজেলার সেতাগঞ্জ ক্রিড়া সংস্থা, খানসামা উপজেলার এফডিএ একাদশ। পঞ্চগড় জেলার সাকোয়া বন্ধু একাদশ, বোদা উপজেলা ফুটবল একাডেমী, দেবীগঞ্জ উপজেলার কলেজপাড়া ময়নামতি তরুণ সংঘ, জগদল একাদশ, বিনয়পুর স্পোটিং ক্লাব। নীলফামারী জেলার সৈয়দপুর ফুটবল একাডেমী ও রংপুর জেলার খানসামা হাট ফুটবল একাদশ।
দীর্ঘদিন করোনা মহামারির দূর্যোগে ঘরবন্দী জীবন থেকে মুক্তি পেয়ে হাজার হাজার দর্শক মাঠের চারিদিকে জনপ্রিয় ফুটবল খেলা দেখতে ভিড় জমায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।