আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ১৫ রানেই তামিমকে হারান টাইগাররা। ৯ বলে ৩ রান করেন টাইগার অধিনায়ক। এর পর ফিরে গেলেন লিটন দাস। তার সংগ্রহ ছিল ১৫ বলে ২০ রান।

শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মার্ক এডেরকে ড্রাইভ করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছেন স্বাগতিকরা।

নাজমুল হোসেন শান্ত ১৩ রানে ও সাকিব আল হাসান আছেন ৮ রানে। শনিবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুদল। আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পাওয়া মেহেদী হাসান মিরাজকে রাখা হয়নি একাদশে।

এ ছাড়া তৌহিদ হৃদয়ের অভিষেক হয়েছে। গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করার পর জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান তিনি। এর পর মাঝে ডিপিএলের একটি ম্যাচে ভালো করেন। এবার সুযোগ হয়েছে ওয়ানডের একাদশেও।