![তাসকিন সিরিজ সেরা](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/03/image-660609-1680262616.jpg)
আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পেস বোলার তাসকিন আহমেদ। সিরিজে ৩ ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেন এই তারকা পেসার।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৯.২ ওভারে ২০৭/৫ রান করে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রানের জয় পায়। সেই জয়ের ম্যাচে ১৬ রানে ৪ উইকেট শিকার করেন তাসকিন।
দ্বিতীয় ম্যাচে ১৭ ওভারে ২০২/৩ রান করে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ২২ রানের জয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন।
শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.২ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে।
বাংলাদেশের পরাজয়ের ম্যাচে ২৮ রানে ১ উইকেট শিকার করেন তাসকিন। সব মিলে তিন ম্যাচে তার শিকার ৮ উইকেট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।