সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ব্রাজিল তারকা নেইমারের। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সমালোচনার মুখে পড়তে হয়েছে। এরেই মধ্যে গত ফেব্রুয়ারি মাসে লিগ ওয়ানে ম্যাচে চোট পান নেইমার। সেই চোটে ছিটকে যান চলতি মৌসুম থেকে।
এরই মধ্যে আবারও বিতর্ক শিরনামে এই তারকা। ব্রাজিলের সাবেক ভলি খেলোয়ার ও তার বনের সাথে যৌন সম্পর্ক (থ্রিসাম) করতে চেয়েছিলেন নেইমার।
গণমাধ্যমে এক প্রতিবেদনে জানায়, সাবেক ভলিবল খেলোয়াড় অ্যালভেস, যিনি বর্তমানে এক অ্যাডাল্ট ডেটিং সাইটের সঙ্গে যুক্ত। তিনি এই বিস্ফোরক অভিযোগ এনেছেন নেইমারের নামে।
ওই মডেলের অভিযোগ তার যমজ বোন ও তার সঙ্গে একই সঙ্গে যৌন সম্পর্ক (থ্রিসাম) করতে চেয়েছিলেন নেইমার। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি ব্রাজিল তারকা।
ফুটবলের মাঠেও সময়টা ভাল যাচ্ছে না নেইমারের। চোটের কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে পারবেন না পিএসজি তারকা তারকা। গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি।
এরপর থেকে মাঠের বাইরেই ছিলেন। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরে আসার প্রবল চেষ্টা চালাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত তার স্থান হয়েছে মাঠের বাইরে।
এমনকি চলতি আসরে পিএসজির জার্সি গায়ে আর নামবেন না তিনি। এছাড়া মরক্কোর বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই প্রীতি ম্যাচ থেকেও ছিটকে গেছেন এই তারকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।