দীর্ঘদিন পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি মেতে উঠল দর্শকদের হৈ-হুল্লোড়ে।বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ হাজার হাজার দর্শকের উপস্থিতি দেখা গেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আফগানিস্তানের ব্যাটিংয়ের মধ্যে দিয়ে এই ম্যাচের শুরু হয়।
খেলা শুরুর আগে থেকেই স্টেডিয়ামের আপার গ্যালারিতে টিকিট কেটে দর্শকরা প্রবেশ করেন। শুরুর দিকে সীমিত সংখ্যক দর্শক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উপস্থিতি বাড়তে শুরু করে। এছাড়া স্টেডিয়ামের বাইরে ফেরি করে পতাকা, ক্যাপ, মাথার ফিতা বিক্রি করতে দেখা গেছে।
স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শক তানজিমুল ইসলাম বলেন, ‘প্রায় দুই বছর পর স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা মাঠে এসে খেলা দেখার সুযোগ পেয়েছি। কিন্তু টিকিট পেতে অনেক কষ্ট হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মঙ্গলবার সকাল ৭টা থেকে লাইনে দাড়িয়ে থেকে দুপুর ২টার পর টিকিট পেয়েছি। কষ্ট হলেও শেষ পর্যন্ত গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পেয়ে ভালো লাগছে।’
তানভীর সারওয়ার নামের অপর এক দর্শক জানান, ‘তীব্র রোদের মধ্যে মাঠের গ্যালারিতে বসে খেলা দেখছি। সাকিব, তামিম, তাসকিনদের মাঠে দেখতে পেরে অনেক ভালো লাগছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।