করোনা মহামারির কারণে গতবছর ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। এক বছর বিরতির পর আবারো ফুটবলের মর্যাদার এই পুরস্কার দিতে যাচ্ছে ফ্রান্স ফুটবল। সেই জন্য প্রাথমিকভাবে মনোনীত ৩০ জনের নাম প্রকাশ করেছে ব্যালন ডি অর কর্তৃপক্ষ।
প্রকাশিত এই তালিকায় রয়েছেন
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি,
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো,
ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র,
ইতালির জর্জিনিয়ো ও পোলান্ডের রবার্ট লেভানদোস্কির মত তারকারা।
ইতালিয়ান সিরি’আ লিগ ও কোপা আমেরিকায় দুর্দান্ত খেলায় মনোনীতদের তালিকা নাম রয়েছে আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজেরও।
প্রাথমিকভাবে মনোনীত ৩০ জন হলেন:
ডুনারুম্মা (পিএসজি) লিওনার্দো বুনুচ্চি (জুভেন্টাস) জর্জিও চিয়েলিল্লিনি (জুভেন্টাস) সিমন কেজায়ের (এসি মিলান) রুবেন দিয়াস (ম্যানসিটি)
কান্তে (চেলসি) ম্যসন মাউন্ট (চেলসি) নিকোলো বারেল্লা (ইন্টার মিলান) ব্রুনো ফার্নান্দেস (ম্যানইউ) পেড্রি (বার্সালোনা) লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ)
ডি ব্রুইন (ম্যানসিটি) জর্জিনহো (চেলসি) ফিল ফোডেন (ম্যানসিটি) রিয়াদ মাহরেজ (ম্যানসিটি) হালান্ড (বুরুশিয়া) হ্যারি কেইন (টটেনহাম) করিম
বেনজামা (রিয়াল মাদ্রিদ) রাহীম স্টার্লিং (ম্যানসিটি) লিওনেল মেসি (পিএসজি) নেইমার (পিএসজি) লাউটারো (ইন্টার মিলান) লেভানদস্কি
(বায়ার্ন) লুকাকু (চেলসি) রোনালদো (ম্যানইউ) এমবাপ্পে (পিএসজি) জেরার্ড মরেনো (ভিলারিয়াল) লুইস সুয়ারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।