প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকায় ইতিহাস রচনা করার কিছুক্ষণ বাদেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জোহানেসবার্গ সময় রাত ৯টা ৩০ মিনিটের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার।
কয়েকদিন আগে তার পরিবারের পাঁচ সদস্য বিভিন্ন রকমের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
এ কারণে গত সোমবার সাকিবের দেশে ফেরার কথা থাকলেও তৃতীয় ওয়ানডে খেলেই দেশের ফেরার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক বুধবার (২৩ মার্চ) সিরিজ জয় নিশ্চিত করেই দেশে ফিরছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।