অসাধারণ এক হ্যাটট্রিক করার পথে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সবচেয়ে বেশি গোলের ‘সবশেষ রেকর্ডটাও’ ভেঙে দিলেন পর্তুগিজ তারকা। ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ এক হ্যাটট্রিকে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবার (১২ মার্চ রাতে রোনালদোর হ্যাটট্রিক গোলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পেশাদার ফুটবলে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৭। ইতিহাসে ক্যারিয়ার গোলের হিসেবে সব সেরাদের অনেক আগেই পেছনে ফেলেছেন রোনালদো।

তারপরও ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিয়ে ছোট্ট একটা বিতর্ক ছিলই। আনঅফিসিয়াল পরিসংখ্যানবিদদের সংগঠন ‘আরএসএসএসএফ’-এর হিসাব অনুযায়ী, সাবেক অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার ইয়োসেফ বিকানের গোল ৮০৫টি। এবার তাকেও ছাড়িয়ে গেলেন রোনালদো।

 

 

কলমকথা/ বিথী