ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে কোনো গোল দিতে না পারলেও দ্বিতীয়ার্ধে গোল করে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় ম্যানইউ। এই জয়ের মধ্য দিয়ে রেড ডেভিলরা গড়েছে অনন্য এক রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে প্রতিপক্ষের মাঠে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে রেড ডেভিলরা।
আগের ম্যাচে সাউদাউম্পটনের মাঠে ১-১ সমতায় ম্যাচ শেষ করলেও প্রতিপক্ষের মাঠে আর্সেনালের ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছিল ম্যানইউ। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারিয়ে আর্সেনালকে টপকে গেল পগবারা। এর আগে ২০০৩ সালের এপ্রিল থেকে ২০০৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিপক্ষের মাঠে টানা ২৭ ম্যাচ অপরাজিত থেকেছিল আর্সেনাল।
ম্যানইউয়ের গতরাতের জয়ের নায়ক ছিলেন ম্যাসন গ্রিনউড। ম্যাচের একমাত্র গোলটি তিনিই করেছেন। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ম্যানইউ। সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম।
সূত্র: রয়টার্স
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।