পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের ফর্ম এবং অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে বিপাকে পড়েছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক সালমান বাট। তবে বুধবার (২ ফেব্রুয়ারি) সালমান বাটের ওপর চড়া হয়ে টুইটারে সরফরাজ বলেন, কারও মনোভাব নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে অন ডিউটি পাকিস্তানকে বেচে দেওয়া ফিক্সারের সকলের শেষে থাকা উচিত।
টুইটে সালমান বাটের নাম উল্লেখ না করলেও সরফরাজের নিশানায় যে বাট ছিলেন, তা আর বুঝতে কারো অসুবিধা হয়নি। সরফরাজের বাজে পারফরম্যান্স নিয়ে সালমান বাট বলেছেন, সরফরাজের নিজের পারফরম্যান্সের দিকে ওর দেখা উচিত।
গত দেড় বছর ধরে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে পাকিস্তান দলের সঙ্গে ও ঘুরে বেড়াচ্ছে। অন্যদের পারফরম্যান্সে নাক না গলিয়ে ওর নিজের দিকে নজর দেওয়া উচিত। সাম্প্রতি সময়ে ফর্মে নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিন ম্যাচে অংশ নিয়ে দুটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৬ ও ২১ রান করেন কোয়েটা গ্লাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।