পাকিস্তানে আসন্ন ঐতিহাসিক সফরে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তারকায় ঠাঁসা দলটিতে প্রায় সব জ্যেষ্ঠ খেলোয়াড়কে রাখা হয়েছে। খবর ক্রিকেট পাকিস্তানের।

তিন ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন প্যাট কমিন্স। দলে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, জস হেজেলহুড ও স্টার্কের মতো তারকারা। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে কাউকে বাদ দেওয়া হয়নি দল থেকে।

সীমিত ওভারের সিরিজের জন্য স্কোয়াড পরে ঘোষণা করা হবে। টেস্ট সিরিজের পারফরমেন্স এবং পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তাদের নাম বাছাই করা হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া পাকিস্তানে নিজ দলের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হতে চায়।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান টড গ্রিনবার্গ সোমবার এ বিষয়ে বলেন, পাকিস্তানে সফর নিয়ে এক ধরনের দুঃশ্চিন্তা কাজ করে। বহু বছর ধরে অস্ট্রেলিয়া সেখানে খেলতে যায়নি। পাকিস্তানকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই হবে।

টেস্ট স্কোয়াড
প্যাট কমিন্স, অ্যাশটন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মারকাস হ্যারিস, জস হেজেলহুড, ট্রাভিস হেড, জস ইঙলিস, উসমান খাজা, মারনুস, নাথান লিয়ন, মিশেল মার্শ, নেসের, স্টিভ স্মিথ, স্টার্ক, সুইপসন, ওয়ার্নার।

 

কলমকথা/সাথী